Ravi Shastri: বিজয় হাজারের নতুন চ‍্যাম্পিয়নদের প্রশংসায় রবি শাস্ত্রী

0
3

বিজয় হাজারে ট্রফি ( Vijay Hazare Trophy) চ‍্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের এই জয় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ক্রিকেট দুনিয়ায়। এমনকি হিমাচল প্রদেশের এই জয় দেখে উচ্ছসিত ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও ( Ravi Shastri)। এক অনুষ্ঠানে এসে হিমাচল প্রদেশের ধালাও প্রশংসা করলেন তিনি।

মুম্বইয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভারতের প্রাক্তন কোচ বলেন, “হিমাচল প্রদেশের মতো একটা দল, যেখানে কোনও তারকা ক্রিকেটার নেই, তাদের পক্ষে এরকম বড় একটা প্রতিযোগিতা জয় অসাধারণ ব্যাপার। ওদের জয় এটাই প্রমাণ করে যে, যদি তোমার কাজের প্রক্রিয়া ঠিক থাকে, পা মাটিতে থাকে, তুমি নম্র হও এবং দলের একজন সদস্য হিসেবে খেলাটাকে খেলো, তাহলে যে কোনও উচ্চতাই স্পর্শ করতে পারবে। প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম সেরা অঘটন ঘটানোর জন্য ওদের অনেক শুভেচ্ছা।”

আরও পড়ুন:Ravi Shastri: হঠাৎ কেন টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ধোনি? জানালেন শাস্ত্রী