আলোয় ভাসছে পুরো চত্বর। উষা উত্থুপের গান, বেহালার সুর আর পুরনো দিনে ফিরে যাওয়া। রীতিমতো নস্টালজিক এক সন্ধ্যা। সোমবার পার্ক স্ট্রিট অ্যালেন পার্কে এইভাবেই ক্রিসমাস উৎসব পালন করল কলকাতা পুলিশ।
‘ক্রিসমাস সেলিব্রেশন উইথ কলকাতা পুলিশ’ শীর্ষক অনুষ্ঠানে পুরনো স্মৃতির ভিড়ে হারিয়ে গিয়ে আবেগে ভাসলেন নগরপাল সৌমেন মিত্র। তিনি বলেন, ‘‘আমার লেখাপড়া বেশিরভাগটাই এই পার্ক স্ট্রিট এলাকায়। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়েছি। অনেকটা আবেগ জড়িয়ে রয়েছে এই এলাকায়। ছোটবেলা থেকেই দেখছি এখানকার ক্রিসমাসের অনুষ্ঠান। আগে এই অনুষ্ঠানে দেখা মিলত অনেক বিদেশির। এখন আর তাঁদের দেখা পাওয়া যায় না। সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা এখানে আর নেই। ওই দিনগুলো খুব মিস করি। আজ আবার যেন সেই পুরনো দিনে ফিরে গেলাম।’’
একদিকে নগরপাল যখন আবেগতাড়িত , তখন মৃদু আলোয় বেহালার সুরের মূর্ছনা শ্রোতাদের মন কেড়ে নেয়। ভায়োলিন ব্রাদার্স দেবশঙ্কর এবং জ্যোতিশঙ্কর রায়ের উপস্থাপনা বারে বারে মনে করিয়ে দিচ্ছিল পুরনো পার্ক স্ট্রিটকে। সব মিলিয়ে কলকাতা পুলিশের ক্রিসমাস সেলিব্রেশন শীতের সন্ধ্যায় ছিল জমজমাট ।