Assembly: রাজ্যের নতুন লোকায়ুক্ত হচ্ছেন অসীম রায়, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নামও চূড়ান্ত

0
3

রাজ্যে নতুন লোকায়ুক্ত (Lokayukt) হচ্ছেন প্রাক্তন বিচারপতি অসীম রায় (Asim ray)। সোমবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay)। বিধানসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে সিলমোহর পড়ায় এবার নাম পাঠানো হবে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) কাছে। তাঁর অনুমোদনের পরেই আনুষ্ঠানিকভাবে লোকায়ুক্ত নিযুক্ত হবেন রাজ্যে। পাশাপাশি, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নামও চূড়ান্ত হয়েছে। প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য (Jyotirmoy Bhattacharya) মানবাধিকার কমিশনের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে জ্যোতির্ময় ভট্টাচার্যের নাম প্রস্তাবের পাশাপাশি কমিশনের সদস্য হলেন শিবকান্ত প্রসাদ। তাঁদের নামও রাজভবনে পাঠানো হবে। তিনি সম্মতি দিলে আনুষ্ঠানিকভাবে তাঁদের দায়িত্ব দেওয়া হবে।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বন্দ্যোপাধ্যায় জানান, সংবিধান অনুযায়ী, কমিটি যে নাম চূড়ান্ত করে পাঠাবে, তাতে রাজ্যপালের সম্মতি জানানোটাই রীতি। সেটাই বলা আছে। মুখ্যমন্ত্রী বলেন, এটা কেন্দ্রীয় সরকার ও সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী হয়েছে। স্পিকারও আইনের ধারা উল্লেখ করে বলে দেন এই ধরনের নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার, বিধানসভার এক্তিয়ার সর্বোচ্চ। এর অন্যথা চলে না। যদি রাজ্যপাল সেরকম কিছু করেন তাহলে তা হবে আইন বিরুদ্ধ।

বিধানসভায় অধ্যক্ষের ঘরে বিমান বন্দ্যোপাধ্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশনে দুই প্রাক্তন বিচারপতির নিয়োগ চূড়ান্ত হয়ে যায়৷ বৈঠকে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি এদিনের বৈঠকে আসতে পারেননি। তবে, বাড়ি থেকেই ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন তিনি।