ব্যাট হাতে কামাল করলেন মন্ত্রীমশাই। সোমবার সিএবি-র (CAB) প্রথম ডিভিশনের ম্যাচে ওয়াইএমসিএ-এর বিরুদ্ধে ব্যাট হাতে শতরান করলেন মনোজ তিওয়ারি(Manoj Tiwary)। ১০৩ রানে অপরাজিত তিনি। মনোজের ব্যাটে ভর করেই এই ম্যাচে ওয়াইএমসিএকে ১০ উইকেটে হারাল মোহনবাগান( Mohunbagan)।
সোমবার ইডেনে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৩ রান করে ওয়াইএমসিএ। ৮ ওভারে ৩৫ রানে ৪ উইকেট নেন বাগানের নীলকণ্ঠ দাস। দু’টি করে উইকেট নেন অর্ণব নন্দী, সায়ন ঘোষ এবং রাজকুমার পাল। তবে বল হাতে নামলেও উইকেট পাননি মনোজ তিওয়াড়ি। জবাবে ব্যাট করতে নেমেই মাত্র ২৬.৪ ওভারেই জয়ের রান তুলে নেয় মোহনবাগান। মনোজ ১০০ বলে অপরাজিত থাকেন ১০৩ রানে। মেরেছেন ১০টি চার এবং ৬টি ছয়। ৬২ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন অভিমন্যু ঈশ্বরণ।
আরও পড়ুন:India-South Africa: ভিলেন বৃষ্টি, টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরিয়ানে গড়াল না বল