Leopard:মাঝরাতে লেডিস হস্টেলে চিতাবাঘের হানা,জখম ১৫

0
7

মাঝরাতে অঘটন! এমনটা যে হতে পারে, তা ভাবতেই পারেনি লক্ষ্ণৌ শহরের ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয়ের লেডিস হস্টেলের ছাত্রীরা। রবিবার মাঝরাতে আচমকাই হস্টেলের ভেতরে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। এরপরই শোরগোল পড়ে যায় গোটা হস্টেলে। চিতাবাঘটিকে তাড়াতে গিয়ে জখম হন ১৫ জন। বনকর্মীদের খবর দেওয়া হলেও সোমবার পর্যন্ত ধরা যায়নি চিতাবাঘটিকে।

আরও পড়ুন:Tiger:অধরা বাঘ, মিলল নখের আঁচড়ের দাগ, আতঙ্কে গ্রামবাসীরা

জানা গেছে, লক্ষ্ণৌয়ের রাস্তায় গত দু’দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘটি। বড়দিনের রাতে সিসিটিভি ক্যামেরার ফুটেজে প্রথম চিতাবাঘটির ছবি ধরা পড়ে। লখনউয়ের পাহাড়পুর, আদিলনগর, কল্যাণপুর এলাকায় একাধিকবার বাঘটির দেখা মিলেছে। সেটিকে ধরার ফাঁদ পাতলেও সবকিছুই বানচাল করে চিতাবাঘটি পালিয়েছে। দুশ্চিন্তায় ঘুম উড়েছে লক্ষ্ণৌবাসীর।আপাতত বন্দিদশায় দিন কাটাচ্ছেন তাঁরা। এমনকি, চিতাবাঘের কবল থেকে বাঁচতে দু’বেলা নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করছেন এলাকাবাসী।