Jodhpur: ফেলে দেওয়া বর্জ্য-আবর্জনা থেকে ব্যবসা করে আজ কোটিপতি!

0
1

কথায় বলে ভাগ্যের চাকা কার কবে ঘুরে যায়! দীর্ঘদিন নানা ধরণের ব্যবসা করেও ব্যর্থ। অবশেষে সাফল্য। ফেলে দেওয়া বর্জ্য আবর্জনাকে ব্যবহার করে ব্যবসা করে আজ কোটিপতি।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত যোধপুরের শাস্ত্রীনগরে বসবাসকারী রিতেশ লোহিয়া নানা ধরনের ব্যবসা করলেও, কোনটাতেই সাফল্য লাভ করতে পারেনি। এরপর স্ত্রীকে পাশে নিয়েই নতুন কিছু করার চিন্তাভাবনা করেন। শুরু করেন মানুষের ব্যবহারের পর ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে নানা ধরনের জিনিস তৈরির কাজ। সেই জিনিস তৈরির পর সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেন রিতেশ। শুরু করেন প্রীতি ইন্টারন্যাশনাল।

কী রয়েছে রিতেশের কাছে? রয়েছে মানুষের ফেলে দেওয়া বর্জ্য আবর্জনা থেকে তৈরি জিনিস। শুধু এদেশেই নয়, তাঁদের এই হস্তশিল্পের চাহিদা আর ৩৬ টি দেশেও রয়েছে। আর তাঁদের তৈরি করা সেই সমস্ত জিনিসের দিকে আকর্ষিত হচ্ছেন মানুষজনও। যার সেখানে তাঁদের বার্ষিক টার্নওভার ৪৫ কোটি টাকা।

সোশ্যাল মিডিয়ার কল্যানে রিতেশের প্রথম অর্ডার আসে ডেনমার্ক থেকে। বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে সেই অর্ডার সাপ্লাই করেন রিতেশ। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক অর্ডার আসতে থাকে রিতেশের কাছে। বিদেশের বাজারে বাড়তে থাকে চাহিদাও। এবিষয়ে রিতেশ বলেন, ইউরোপের দেশগুলোতে এই জিনিসের চাহিদা বেশি থাকে। ডাইনিং টেবিল, স্ট্যান্ড এবং প্লাস্টিকের ব্যাগ, বস্তা থেকে বিছানার চাদর, যানবাহন, রেল এবং বাসের আবর্জনা থেকেই নতুন জিনিস তৈরি করেন। তিনি কারখানা রয়েছে এবং তাঁদের তৈরি জিনিসের চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে।

আরও পড়ুন- অন্তর্দ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপি, এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন আরও ৪ বিধায়ক