উদ্বেগজনক ওমিক্রন (Omicron) পরিস্থিতি। করোনার এই ভ্যারিয়েন্ট পশ্চিমবঙ্গে দাপট দেখানোর আগেই কোমর বেঁধে নামছে রাজ্য সরকার। ওমিক্রন পরিস্থিতি নিয়ে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)।
বেলেঘাটা আইডি হাসপাতালকে (Beleghata ID Hospital) করা হল ওমিক্রন চিকিৎসার নোডাল হাসপাতাল। একইসঙ্গে ওমিক্রন চিকিৎসার জন্য ৭টি বেসরকারি হাসপাতাল চিহ্নিত করা হয়েছে। ওমিক্রন আক্রান্ত রোগী বেলেঘাটা আইডি হাসপাতালে না থাকতে চাইলে থাকতে হবে নির্ধারিত ৭ বেসরকারি হাসপাতালে।
আরও পড়ুন: Assembly: রাজ্যের নতুন লোকায়ুক্ত হচ্ছেন অসীম রায়, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নামও চূড়ান্ত
সবচেয়ে বেসরকারি হাসপাতাল হলো– এএমআরআই, অ্যাপোলো, ফর্টিস, বেলভিউ, সিএমআরআই, উডল্যান্ড এবং চার্নক হাসপাতাল। এই সাতটি হাসপাতালে ওমিক্রন (Omicron) আক্রান্তদের চিকিৎসা করা হবে বাকি কোনো হাসপাতালে তাদের চিকিৎসা হবে না। স্পষ্ট জানিয়ে দিয়েছে স্বাস্থ্য দফতর।
বেসরকারি হাসপাতালগুলিকে স্বাস্থ্য দফতরের নির্দেশ, অন্যান্য করোনা আক্রান্তদের সঙ্গে ওমিক্রন আক্রান্তদের রাখা চলবে না। ওমিক্রন আক্রান্ত রোগীদের আলাদা রাখতে হবে। অর্থাৎ করোনা আক্রান্তদের জন্য তিনটে আইসোলেশন ওয়ার্ড করতে হবে। একটা কোভিড পজিটিভদের জন্য, ওমিক্রন সন্দেহে যারা রয়েছেন তাদের জন্য আরেকটি ওমিক্রন পজিটিভদের জন্য।