Weather Forwcast:কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা! বাড়ছে তাপমাত্রা, উধাও কনকনে ঠান্ডা

0
5

বড়দিনের দিন কয়েক আগেও চলতি মাসের শুরুতেই শীতের দাপট দেখা দিয়েছিল। তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীতের কনকনে আমেজ উধাও হয়েছে রাজ্যে জুড়ে। বড়দিনের পর দিনও তার ব্যতিক্রম হল না। আরও মনোরম আবহাওয়ার উপহার দিল শীত। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি থাকতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বর্ষশেষেও আবহাওয়া এমনটাই থাকবে।

আরও পড়ুন:বছরের শুরুতেই দেওয়া হবে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকা, ঘোষণা প্রধানমন্ত্রীর

তবে কলকাতায় শীতের দাপট তেমনটা না থাকলেও রাজ্যের অন্যান্য জেলায় তাপমাত্রার পারদ কম। আবহবিদরা জানিয়েছেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। তাই পূর্ব ভারতে শীতের কনকনে ঠান্ডা ভাব উধাও। সে বাধা কাটলেই রাজ্যে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও সপ্তাহের শুরুতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। তারা জানিয়েছে, ২৬ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, সিকিম এবং ওড়িশার পাশাপাশি এ রাজ্যেও বৃষ্টি হতে পারে।

অন্যদিকে বেড়েছে তুষারপাত। জম্মু-কাশ্মীর, লাদাখ এবং হিমাচলে শুরু হয়েছে তুষারপাত। সিকিমেও ছাঙ্গু লেক এলাকায় বেড়াতে গিয়ে তুষারপাতের জেরে শনিবার অন্তত ২৭৫ জন পর্যটক আটকে পড়েছেন বলে খবর।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্য দিকে, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সকালের দিকে কুয়াশা থাকলেও সারা দিন আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা।