Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফি চ‍্যাম্পিয়ন হিমাচল প্রদেশ

0
1

বিজয় হাজারে ট্রফি ( Vijay Hazare Trophy) চ‍্যাম্পিয়ন হল হিমাচল প্রদেশ। রবিবার ফাইনালে ১১ রানে ভিজেডি প্রক্রিয়ায় জিতল তারা। ফাইনালে হিমাচল প্রদেশ প্রতিপক্ষ ছিল তামিলনাড়ু। এই জয়ের ফলে ইতিহাস তৈরি করল হিমাচল প্রদেশ।

রবিবার জয়পুরে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন হিমাচলের অধিনায়ক ঋষি ধাওয়ান।  প্রথমে ব‍্যাট করতে নেমে ৩১৪ রান করে তামিলনাড়ু। মাত্র ৪০ রানের মধ্যে তামিলনাড়ুর প্রথম চার ব্যাটারকে সাজঘরে ফেরান হিমাচলের বোলাররা। তামিলনাড়ুর হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন দিনেশ কার্তিক। ১১৬ রান করেন তিনি। ৮০ রান করেন ইন্দ্রজিত। ৪২ রান করেন শাহরুখ খান। হিমাচল প্রদেশের হয়ে ৪ উইকেট নেন পঙ্কজ জসওয়াল। ৩ উইকেট নেন ঋষি ধাওয়ান। ১ টি করে উইকেট নেন বিনয় গালেটিয়া, সিদ্ধার্থ শর্মা, দিগবিজয় রাঙ্গী।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালোই করে হিমাচল প্রদেশ। ১৩৬ রানে অপরাজিত শুভম আরোরা। ৭৪ রান করেন অমিত কুমার। ৪৭.৩ ওভারে হিমাচলের স্কোর যখন ২৯৯-৪, তখন মন্দ আলোর কারণে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। ভিজেডি প্রক্রিয়ায় ১১ রানে জিতে যায় হিমাচল। ম‍‍্যাচের সেরা শুভম।

আরও পড়ুন:ফিরে দেখা ২০২১: ক্রিকেট থেকে ফুটবলের স্মরণীয় মুহূর্ত, দলবদল থেকে অলিম্পিক্সে সোনা জয়