বালি পুরসভার বিল নিয়ে রাজ্যপাল অসত্য কথা বলছেন ঠারে ঠারে তা বুঝিয়ে দিলেন সৌগত রায়। হাওড়া-বালি পুরসভা বিলে রাজ্যপালের সাক্ষর নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কখনও শোনা যাচ্ছে রাজ্যপাল বিলে সই করেছেন,কখনও রাজ্যপাল টুইট করে বলছেন তিনি বিলে সই করেননি।
আরও পড়ুন:বাঙালি কাঁকড়াদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান BJP পার্টি অফিস! কেন এমন বললেন Babul?
এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বলেন, কয়েকদিন আগেই দিল্লি থেকে কলকাতায় বিমানে ফিরছিলাম। সেইসময় রাজ্যপালের সঙ্গে দেখা হয়েছিল। রাজ্যপাল বিলটি সাক্ষর করার ব্যাপারে ইতিবাচক কথাবার্তাই সেদিন বলেছিলেন। এখন তিনি বলছেন বিলটি নাকি তাঁর কাছে পাঠানোই হয়নি। শুনে বিস্মিত হওয়া ছাড়া আর আমার কিছুই মনে হচ্ছে না। রাজ্যপাল পদে থেকে পাবলিক ডোমেনে এভাবে অসত্য, ভ্রান্তিকর কথা বলা যায় কিনা প্রশ্ন উঠতে বাধ্য।
প্রসঙ্গত, রবিবার বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, তাঁর সামনে হাওড়া-বালি পুরসভা বিল নিয়ে কোনও নথি-কাগজ-চিঠি পেশ করা হয়নি। অথচ রাজ্যের পক্ষ থেকে আদালতের সামনে বলে দেওয়া হল, বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছেন। রাজ্যপালের এই বিতর্কিত মন্তব্যের পরই মুখ খোলেন সৌগত রায়।