‘ট্রেনে বোমা আছে’, অকারণে ‘বোমাতঙ্ক’ ছড়ালেন প্রাক্তন বিজেপি সাংসদ

0
1

মধ‌্যপ্রদেশের টিকমগড় থেকে দিল্লি যাচ্ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ উমা ভারতী। সফর ট্রেনেই। খাজুরাহো কুরুক্ষেত্র এক্সপ্রেস। ট্রেন উত্তরপ্রদেশের ললিতপুরে ঢুকতেই ‘ট্রেনে বোমা আছে’ বলে চিৎকার শুরু করে দেন সাংসদ। বোমাতঙ্কে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশনজুড়ে।

ঠিক কী হয়েছিল? খাজুরাহো কুরুক্ষেত্র এক্সপ্রেসে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিজেপি প্রাক্তন সাংসদ উমা ভারতী। এরপর ট্রেন রাত ৯.৪০ নাগাদ ট্রেন উত্তরপ্রদেশের ললিতপুরে পৌঁছাতেই এইচএ-১ বগির হাই প্রোফাইল যাত্রী তথা বিজেপির বর্ষীয়ান নেত্রীর মনে আশঙ্কা তৈরি হয় ট্রেনে বোমা রাখা আছে। তিনি দ্রুত রেলপুলিশকে সতর্ক করেন। এরপরই হইহই শুরু হয়ে যায়। তাঁর কথা শুনেই দৌড়ে আসে রেল পুলিশ। সঙ্গে থাকা রক্ষীরাও বোমা খুঁজতে ব‌্যস্ত হয়ে পড়েন। চাঞ্চল্য ছড়ায় স্টেশনে। এরপর কোনো ঝুঁকি নেয়নি রেল পুলিশ। শুরু হয় যাত্রীদের নামিয়ে চিরুনি তল্লাশি। এর জেরে প্রায় দু ঘণ্টা স্টেশনেই আটকে থাকে ট্রেন। এখানেই শেষ নয়। ঝাঁসি স্টেশনেও একইভাবে তল্লাশি চালায় রেল পুলিশ। যদিও কিছুই পাওয়া যায়নি। বাড়ানো হয় প্রাক্তন সাংসদের নিরাপত্তাও। এরপর নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছান উমা ভারতী।

আরও পড়ুন- Bratya Basu: রাজ্যপাল কে পাল্টা আক্রমণ শানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু