১) রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। তার আগে সাংবাদিক সম্মেলনে ফের একবার উঠল বিরাট প্রসঙ্গ। এ বার সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম বিরাট কোহলি প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়। তিনি বলেন,”সত্যি বলতে, এ সব নির্বাচকদের ব্যাপার। আমার নয়।
২) রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে টেস্ট অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় টিম ইন্ডিয়ার হেডস্যার রাহুল দ্রাবিড়ের। বললেন, গত ১০ বছরে ক্রিকেটার হিসেবে যে অভাবনীয় উন্নতি করেছে কোহলি,তা প্রশংসনীয়।
৩) প্রথম ম্যাচে নামার আগে প্রাক্তন সহ-অধিনায়ক অজিঙ্কে রাহানের প্রশংসা মাতলেন তিনি। বললেন, ৭৯টি টেস্ট খেলা অভিজ্ঞ রাহানের মত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে ম্যাচে বসানো কঠিন হবে।
৪) এবার বিরাট-সৌরভ প্রসঙ্গে মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। আর ক্ষেত্রে প্রাক্তন ছাত্র বিরাটের কোহলির পাশে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেডস্যার। এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন,” বিরাট এই বিষয়ে নিজের পক্ষের বক্তব্য জানিয়েছে। এখন বোর্ড সভাপতির উচিত নিজের বক্তব্য পরিষ্কার করা।
আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন