Belur Math:রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তিতে বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী

0
1

আগামী বছর দেশজুড়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫ বছর পূর্তি। উদ্বোধনী অনুষ্ঠান পালিত হবে বেলুড় মঠে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:ওমিক্রন আতঙ্কের মাঝেই শহরে ব্রিটেন ফেরত আরও ৪ করোনা আক্রান্ত

বেলুড় মঠ সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ মিশনের ১২৫ তম বর্ষ উপলক্ষে ২০২২ সালের ১ মে থেকে ২০২৩ সালের ১ মে পর্যন্ত টানা এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই বিশাল কর্মসূচিতে সহযোগিতা করবে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, প্রধানমন্ত্রী স্বয়ং এই অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন। এই অনুষ্ঠানকে স্মরণীয় করতে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যৌথ ভাবে দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠান করতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন বলেও মঠ সূত্রে জানা গিয়েছে। এ ব্যাপারে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষও সম্মতি দিয়েছেন।

এদিকে করোনাকালে প্রায় দু’বছর পর সারদাদেবীর জন্মতিথি উপলক্ষে দর্শনার্থীদের জন্য আজ থেকে খুলল বেলুড় মঠের দরজা। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভক্ত তথা সাধারণের জন্য মঠ খোলা রাখার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন মঠ কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্ত অনুযায়ী বড়দিনের পরের দিন রবিবার সকাল ৮টা থেকে খোলা হয় মঠ। বিকেল পর্যন্ত তা খোলা থাকবে।মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন, রবিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল ৩টে থেকে ৫টা অবধি মঠে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। তবে প্রত্যেককেই যথাযথ কোভিডবিধি পালন করতে হবে।

প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর সারদাদেবীর জন্মতিথি উপলক্ষে মঠ খুললেও দেশে করোনার প্রকোপ শুরু হওয়ায় প্রায় দু’বছর এখানে প্রবেশের অনুমতি ছিল না দর্শনার্থীদের। তবে করোনার প্রকোপ অপেক্ষাকৃত কম থাকায় ভক্তদের কথা মাথায় রেখে বেলুড় মঠ ফের খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।