চলতি বছর বি টাউনের সবচেয়ে চমকে দেওয়া খবর ছিল আমির খান ও কিরণ রাওয়ের বিচ্ছেদ। দীর্ঘ ১৬ বছর দাম্পত্য সম্পর্কে থাকার পর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। আমির-কিরণের বিচ্ছেদের পরেই অভিযোগ উঠেছিল তাঁদের মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশের জন্যই আচমকা এই বিচ্ছেদ। সেই তৃতীয় ব্যক্তি হিসেবে নাম উঠে এসেছিল আমিরের ‘দঙ্গল’ গার্ল অভিনেত্রী ফতিমা সানা শেখের।
ফের একবার চর্চায় আমির-ফাতিমার প্রেম সম্পর্ক, কারণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমির ও ফাতিমার এমন কিছু ছবি যা দেখে সকলে ভাবছেন ‘নিকাহ’ সেরে ফেলেছেন এই দুই তারকা। সঙ্গে লেখা হয়েছে, ‘ফতিমা শেখ দঙ্গল ছবিতে আমির খানের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। গীতা ফোগাটের চরিত্রে দেখা গিয়েছিল ফতিমাকে। আর এখন তিনিই আমির খানের তৃতীয় বেগম।’ আমিরের ‘নতুন স্ত্রী’ সানাকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। সত্যি কি তাই? অনস্ক্রিন কন্যার সঙ্গে ফের বিয়ে সেরে ফেললেন আমির?
মোটেই ব্যাপারটা তা নয়। যে ছবিটি টুইটারে আমির-সানার বিয়ের প্রমাণ বলে চালানো হচ্ছে তা ভুয়ো। ছবিটি মর্ফ করা হয়েছে টেকনোলজির ব্যবহার করে। আসল ছবিটিতে আমিরের পাশে ছিলেন কিরণ, সেখানে কিরণের উপর ফাতিমার মুখ সুপার-ইমপোজ করা হয়েছে।
আরও পড়ুন- Belur Math:রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তিতে বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী