Corona: ভয় ধরাচ্ছে করোনা, আক্রান্ত একই কলেজের ৩০ জন পড়ুয়া

0
1

ফের ভয় ধরাচ্ছে করোনা। বেড়েছে ওমিক্রনের দাপট ।পাশাপাশি প্রকোপ বাড়ছে করোনা সংক্রমণেরও। কর্নাটকে একই কলেজে একসঙ্গে ৩০ জন করোনায় আক্রান্ত। তাঁরা প্রত্যেকেই কর্নাটকের কোলারে একটি মেডিকেল কলেজের পড়ুয়া। গত চারদিনে ওই কলেজে করোনা আক্রান্ত হয়েছেন অন্তত ৩০ জন পড়ুয়া।আক্রান্তরা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও তাঁদের প্রত্যেকেই স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন:প্রাক্তনীদের মিলনে জমজমাট পানিহাটি ত্রাণনাথ বিদ্যালয়ের ১২৫  তম প্রতিষ্ঠা বার্ষিকী

ওমিক্রন আতঙ্কে আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়েছে।ইতিমধ্যেই বাকি পড়ুয়া, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অর্থ্যাৎ সবমিলিয়ে কর্নাটকের কোলারে শ্রীদেবরাজ ইউআরএস মেডিকেল কলেজের ১১৬০ জনের করোনা টেস্ট করা হয়েছে। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কলেজ কর্তৃপক্ষ।কিন্তু কীভাবে এই সংক্রমণ ছড়াল, তা এখনও জানা যায়নি।