Tiger: কুলতলিতে বাঘের গর্জন-পায়ের ছাপ! এলাকায় আতঙ্ক

0
2

ফের বাঘের আতঙ্ক দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে (Kultali)। এলাকায় বাঘের (Tiger) গর্জন শোনার পাশাপাশি পায়ের ছাপ পাওয়া গিয়েছে বলে বনদফতর সূত্রে খবর। ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছেন বনদফতরের আধিকারিকরা। স্থানীয় এক মহিলা কাঁকড়া ধরতে গিয়ে বাঘ দেখতে পেয়েছেন বলে দাবি।

কিছুদিন আগেই কুলতলির মৈপীঠে একটি বাঘ ঢুকে পড়ে। সেটিকে খাঁচায় বন্দি করে বনদফতর। ফের কুলতলিতেই বাঘের আতঙ্ক। মাতলা নদী বাঁধ লাগোয়া গায়েনের চক এলাকায় পায়ের ছাপ বনদফতরে খবর দেন স্থানীয় মৎসজীবীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন বনদফতরের আধিকারিকরা। পায়ের ছাপ দেখে তাঁদেরও অনুমান এটি র‌য়্যাল বেঙ্গল টাইগারেরই পাগ মার্ক (Pug Mark)।

আরও পড়ুন:Mimi Chakraborty: ভোররাতে “সান্তা ক্লজ” হয়ে চুপিসাড়ে ঘুমন্ত ফুটপাতবাসীদের কাছে মিমি!

ইতিমধ্যে ওই অঞ্চল থেকে পর্যটকদের সরিয়ে দেওয়া হয়েছে। এলাকায় মাইকিং করে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। জাল দিয়ে বেশ কিছু এলাকা ঘিরে ফেলা হয়েছে। বনদফতরের আধিকারিকরা মতে, বাঘটি ওই এলাকাতেই আছে। তবে জোয়ারের ফলে মাতলা নদীর জল বাড়লে সংলগ্ন এলাকায় বাঘের ঢুকে পরার আশঙ্কা রয়েছে। ফলে অত্যন্ত সতর্ক বনদফতর ও প্রশাসন।