রণবীরের সঙ্গে কোমর দোলালেন শ্রীকান্ত, ভাইরাল ভিডিও

0
2

অভিনেতা রণবীর সিং-এর (Ranveer Singh)  সঙ্গে কোমর দোলাচ্ছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krishnamachari Srikkanth)। ভাইরাল সেই ভিডিও। যা প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।

১৯৮৩ সালে ক্রিকেটে প্রথম বিশ্বকাপ জেতে ভারত। সেই ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘৮৩’। কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। সেই ছবির সম্প্রচারের সময় রণবীর সিং-এর সঙ্গে ‘বিজলি বিজলি’ গানে নাচতে দেখা গেল শ্রীকান্তকে।

https://twitter.com/KKGMediaBBS/status/1474648667969622017?t=oQPrwi80jHrW8mh-BnD7Pg&s=19

২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘৮৩’। ইতিমধ্যেই দর্শকদের মধ‍্যে সারা ফেলেছে এই ছবিটি। এই ছবির জন‍্যই  গত বুধবার মুম্বইয়ে রণবীর, দীপিকা পাড়ুকোন, কপিল দেব, তাঁদের পরিবার এবং বিভিন্ন তারকাদের জন্য ‘৮৩’ সিনেমাটি দেখার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক কবীর খানও। সেখানেই রণবীর সিং-এর সঙ্গে কোমর দোলাতে দেখা গেল শ্রীকান্তকে।

আরও পড়ুন:Sourav Ganguly: হরভজনের অবসরের পর বিশেষ বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের