Kl Rahul: প্রথম টেস্টে নামার আগে রাহানের প্রশংসায় রাহুল

0
4

আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা (india- South Africa) টেস্ট সিরিজ। সুপার স্পোর্ট পার্কে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচে নামছে বিরাট কোহলির ( virat kohli) দল। আর এই ম‍্যাচেই কোহলির ডেপুটি হয়েছেন কে এল রাহুল( Kl Rahul)। প্রথম ম‍্যাচে নামার আগে প্রাক্তন সহ-অধিনায়ক অজিঙ্কে রাহানের প্রশংসা মাতলেন তিনি। বললেন, ৭৯টি টেস্ট খেলা অভিজ্ঞ রাহানের মত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে ম‍্যাচে বসানো কঠিন হবে।

রাহানে প্রসঙ্গে রাহুল বলেন,” এটি একটি খুবই কঠিন সিদ্ধান্ত হতে চলেছে। অজিঙ্কে আমাদের টেস্ট দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং ওনার কেরিয়ারে উনি অসংখ্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ওনার গুরুত্ব দলে সবসময় প্রয়োজন।”

গত দুই বছরে ১৬ টেস্টে মাত্র ২৪.৩৯ গড়ে রান করেছেন রাহানে। সেখানে কেবল মেলবোর্নে ১১২ ও লর্ডসে ৬১ রানের গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলেছেন তিনি। গত নিউজিল্যান্ড সিরিজে সেরকম ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।

আরও পড়ুন:রণবীরের সঙ্গে কোমর দোলালেন শ্রীকান্ত, ভাইরাল ভিডিও