বড়দিনের উৎসবে মাতোয়ারা রাজ্যবাসী, উপচে পড়া ভিড় ভিক্টোরিয়া-চিড়িয়াখানা

0
3

পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগের তুলনায় শীত খানিকটা কমে গিয়েছে বঙ্গে, তাতে অবশ্য বর্ষশেষের উৎসবে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। বরং উৎসবের আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী বড়দিনের(Christmas) উৎসব পালনে ভিড় জমিয়েছে চার্চ থেকে শুরু করে শহরের দর্শনীয় স্থানগুলিতে। রীতিমতো উপচে পড়া ভিড় দেখা গেল কলকাতার চিড়িয়াখানা(Zoo), ভিক্টোরিয়া(Victoria), ইকো পার্কের(Eco Park) মতো জায়গাগুলিতে। শুধু দার্জিলিং থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত সর্বত্র ভিড় জমেছে পর্যটকদের।

বড়দিনের সন্ধ্যায় সাধারণত কলকাতাবাসী ভিড় জমায় পার্কস্টিটের রাস্তায়। তবে শনিবার সকাল থেকে সবচেয়ে বেশি ভিড় দেখা গিয়েছে, চিড়িয়াখানা, ইকোপার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়ালে। অন্যান্য দিনের চেয়ে এদিন বাড়তি ভিড় দেখা গিয়েছে বেলুড়মঠ, ব্যান্ডেল চার্চে। পাশাপাশি মানুষ যাতে শান্তিপূর্ণ হবে উৎসব পালন করতে পারে তার জন্য ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শিথিল করা হয়েছে কোভিড বিধি। থাকছে না নাইট কার্ফু। হোটেল, রেস্তোরা সারারাত খোলা রাখা যাবে বলে জানানো হয়েছে। বিশেষ সেই দিনগুলিতে মানুষজনের যাতে অসুবিধা না হয় তার জন্য মেট্রো সংখ্যা বাড়ানো হয়েছে। সবমিলিয়ে বড়দিনের উৎসবে আনন্দে মাতোয়ারা গোটা রাজ্য।