বড় দিনের মেজাজে সচিন থেকে রোনাল্ডো, রইল সেই ছবি

0
1

আজ ২৫ ডিসেম্বর, বড় দিন। এই দিনটি ছুটির মেজাজে খুশির মেজাজে পালন করেন ৮ থেকে ৮০। বাদ জাননা ক্রীড়া ব‍্যক্তিত্বরা। তেমনই কিছু ছবি ধরা পড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে সচিন তেন্ডুলকর, রবীন্দ্র জাদেজা থেকে ভিভিএস লক্ষণ, এই দিনটি নিজেদের মতন করে পালন করলেন তারা।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পুরোনো ছবি পোস্ট করলেন সচিন তেন্ডুলকর। সেখানে দেখা যাচ্ছে শান্তা ক্লজ সেজে ছোটদের সঙ্গে সময় কাটাচ্ছেন সচিন। আর সেই ছবি পোস্ট করে সচিন লেখেন,”  আরেকটি বছর, কিন্তু অনুভূতি এক।”

পর্তুগিজ সুপাস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর পরিবারের সঙ্গে কাটাচ্ছেন।

প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষণ একটি ছবি পোস্ট করেন, সেখানে তিনি লেখেন,” খুশির মুহুর্ত খুশির দিন, এই দিনটি সবার আনন্দে কাটুক।”

আরও পড়ুন:Rahul Dravid: বিরাট প্রশংসায় দ্রাবিড়, প্রোটিয়াদের বিরুদ্ধে জয়ের ব‍্যাপারে আশাবাদী কোহলিদের হেডস‍্যার