পশ্চিমী ঝঞ্ঝায় চড়ছে পারদ, বড়দিনের আগে উষ্ণতা বাড়ছে শহরের

0
1

বড়দিনের(Christmas day) আগে আবহাওয়া দফতরের(weather office) পূর্বাভাস সত্যি করে তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলেছে শহরের। আপাতত তা কমার কোনওরকম লক্ষণ নেই। বছর শেষে শীতবিলাসীদের জন্য এমনই দুঃসংবাদ দিল হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তুরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্চা। যার জেরে শেষ দু’দিনে খানিকটা হলেও বেড়েছে রাজ্যের তাপমাত্রা। চলতি সপ্তাহের শুরুতে কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১১ ডিগ্রিতে। শুক্রবার তা বেড়ে হয়েছে ১৩.৬ ডিগ্রি, যা অবশ্য স্বাভাবিকের থেকে ১ ডিগ্ৰি কম। রাত পোহালেই বড়দিন। জানা যাচ্ছে, বড়দিনে আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ। ফলে বছরশেষের দিনগুলিতে শীতের দেখা মিলবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন:Fire in Launch: শেষ রাতে মাঝনদীতে লঞ্চে আগুন, ৩০ জন পুড়ে ছাই

এদিকে আবহাওয়া দপ্তরের তরফে আরও জানানো হয়েছে, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং-কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমের উঁচু এলাকায় বৃষ্টি ও তুষারপাত হতে পারে। ফলস্বরূপ বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরে বাতাস। যার জেরে শহরে তাপমাত্রার পারদ বাড়বে। যদিও উত্তরে হওয়ার বাধা কেটে গেলে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়বে শহরে।