কংগ্রেসকে ধাক্কা দিয়ে মেঘালয়ে প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি পেল তৃণমূল

0
1

মেঘালয়ের(Meghalaya) মাটিতে তৃণমূলের(TMC) কাছে জোরদার ধাক্কা খেলো কংগ্রেস। ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পর এই রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূলকে স্বীকৃতি দিলেন মেঘালয়ের বিধানসভার অধ্যক্ষ।

রাতারাতি মুকুল সাংমা সহ ১২ কংগ্রেস(Congress) বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পর মেঘালয় বিধানসভায় বিরোধী দলে মর্যাদা হারানোর পরিস্থিতি তৈরি হয়েছিল কংগ্রেসের। এই পরিস্থিতিতে অধ্যক্ষের কাছে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা জানিয়েছিলেন, বেশিরভাগ কংগ্রেস বিধায়কই তৃণমূলে যোগ দেওয়ায় ১২ বিধায়কের পরিষদীয় দলকে তৃণমূলের পরিষদীয় দল হিসেবে মর্যাদা দেওয়া হোক। তবে এই আবেদন নিয়ে আপত্তির জানায় কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ ধোপে টেকেনি। বৃহস্পতিবার মেঘালয় বিধানসভার স্পিকার মেটবাহ লিংডোহ দলত্যাগী ওই ১২ বিধায়ককে তৃণমূলের বিধায়ক হিসেবে স্বীকৃতি দেন। ফলস্বরূপ ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভায় কংগ্রেসকে টপকে এখন প্রধান বিরোধী দল হিসেবে জায়গা পেয়ে গেল তৃণমূল।

আরও পড়ুন:পদে পদে বাধা, রাজ্যপালকে চ্যান্সেলার পদ থেকে সরানোর ভাবনায় রাজ্য

উল্লেখ্য, ২০২১ সালে বঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর তৃণমূলের লোক হোক এখন দেশজুড়ে সংগঠনকে ছড়িয়ে দেওয়া। আর সেই লক্ষ্যে ইতিমধ্যেই ত্রিপুরাতে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছে তারা। গোয়া, অসম সহ রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ছে তৃণমূলের সংগঠন। এবার রাজনৈতিক রণকৌশলে মেঘালয় বিরোধী দল হিসেবে জায়গা করে নিল ঘাসফুল শিবির।