বিজেপির সন্ত্রাস-তত্ত্ব খারিজ করে বিস্ফোরক দিলীপ : তৃণমূল ১০০-র বেশি আসন পাবে জানাই ছিল

0
1

শুভেন্দু-সুকান্তদের সন্ত্রাসের অভিযোগকে নস্যাৎ করে দিয়ে বিজেপিকে বিপদে ফেলে দিলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছেন, টিএমসি জানত তারা ১০০-র বেশি আসন পাবে। আর বিজেপিরও কেউ বিশাল কোনও ফলের আশা করেনি। ফলে হতাশার কিছু হয়নি। দিলীপের কথাতেই পরিস্কার, বিজেপির সন্ত্রাসের অভিযোগ আসলে আই ওয়াশ। হারের অজুহাত ছাড়া কিছু নয়। শুভেন্দু অধিকারী অবশ্য এ কথা শোনার পর থমকে গিয়েছেন। থতমত খেয়ে বলেছেন, দিলীপদা যা বলেছেন, তা বাস্তব অভিজ্ঞতা থেকে বলেছেন। এ কথা বলে শুভেন্দু আসলে কী বোঝাতে চাইলেন, তা তিনি এবং ঈশ্বর ছাড়া কেউ জানেন না বলেই মন্তব্য করছে রাজনৈতিকমহল।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন, কলকাতায় আমরা দুর্বল। বিধানসভা, লোকসভায় কোনও আসন নেই। স্বীকার করতে অসুবিধা নেই আমাদের সংগঠন নেই। বিজেপি দুর্বল। ফলে বিরাট কোনও ফলের আশা কেউই করেননি। টিএমসিও জানত তারা ১০০-র বেশি আসন পাবে।

আরও পড়ুন- পদে পদে বাধা, রাজ্যপালকে চ্যান্সেলার পদ থেকে সরানোর ভাবনায় রাজ্য

কিন্তু বাকি পুরসভাগুলিতে ফল কী হবে? এবারেও স্বভাববিরুদ্ধ ভাবে ব্যাকফুটে। বললেন, কলকাতার মতো হবে না। অর্থাৎ রাজ্যের বাকি ১১৪টি পুরসভায় ১০-০ গোল খেয়ে হয়তো হার হবে না। কিন্তু হার অনিবার্য। প্রশ্ন, এবার কী বলবেন সুকান্ত-শুভেন্দু? সুকান্ত কি বলবেন, দিলীপ ঘোষের কথা আমি জানি না। উনি বলবেন। যেমনটি তথাগত রায়ের ট্যুইটের পর বলে পাশ কাটিয়েছিলেন? ভুলে যাবেন না সুকান্ত, দিলীপ ঘোষ দলের সর্বভারতীয় সহ-সভাপতি।