অনলাইনে প্রচুর ছাড়ের প্রলোভন। তাই মোবাইল (Mobile) কিনেছিলেন ক্রেতা। কিন্তু হাতে প্যাকেট আসার পরে সেটা খুলে চক্ষু চড়কগাছ তাঁর। অনলাইনে ৫০% শতাংশ ছাড়ে ৩৩০০ টাকায় মোবাইল কিনে হাতে পেলেন মাটির ঢেলা। ঘটনা জলপাইগুড়ির (Jalpaiguri) ডেঙ্গুয়াঝাড়ে। সেখানকার কুকুরজান এলাকার এক চা-বাগানের শ্রমিক বিজয় দেবনাথ জানান, দিল্লির এক মোবাইল নম্বর থেকে ফোন করে তাঁকে পঞ্চাশ শতাংশ ছাড়ে মোবাইল পাওয়া যাবে বলে জানান। রাজি হয়ে অনলাইনে বুক করেন। সেই মোবাইল ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিস (Post Office) আসে। ৩৩০০ টাকা দিয়ে সেই মোবাইলের পার্সেল নেওয়ার পর প্যাকেট খুলে দেখেন মোবাইলের বদলে প্যাকেটে রয়েছে মাটির ঢেলা।
প্রতারণার শিকার হয়ে দিশাহীন ওই যুবক। অন্যদিকে ডেঙ্গুঝাড়য়া পোস্ট অফিসের এক আধিকারিক জানান, টাকা ফিরিয়ে দেওয়ার কোনও নিয়ম তাদের নেই। লিখিত অভিযোগ জমা দিলে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।