আগামী বছর ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে গেরুয়া শিবিরের বেহাল অবস্থার ছবিটা ধরা পড়ছে রাজ্যে রাজ্যে। সম্প্রতি রাজস্থানের(Rajasthan) চারটি জেলায় শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন(Panchayat election)। সেখানেই যে ছবি ফুটে উঠল তাতে স্পষ্ট দেশে পদ্ম ম্যাজিক ফুরিয়ে এসেছে। এই নির্বাচনে ক্ষমতাসীন দল হিসেবে নিজেদের আধিপত্য বজায় রাখতে দেখা গেল কংগ্রেসকে(Congress)। পাশাপাশি তৃতীয় দল হিসেবে উঠে এসেছে বামেরা(CPIM)।
বারান, কোটা, গঙ্গানগর এবং করৌলি চারটি জেলায় ৫৬৮ সদস্যের জন্য ৩০টি পঞ্চায়েত সমিতি গঠনের লক্ষ্যে নির্বাচন হয়। সদ্য শেষ হওয়া এই পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস পেয়েছে ২৭৮ টি আসন অন্যদিকে বিজেপি কপালে জুটেছে মাত্র ১৬৫ টি। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের জারি করা তথ্য অনুসারে, এই নির্বাচনে ১৪টি আসন পেয়েছে বিএসপি, ১৩টি সিপিআই(এম) এবং ৯৭টি আসন পেয়েছে নির্দল প্রার্থী।
আরও পড়ুন:Festival: শীতের আমেজে সল্টলেক বিজে পার্কে শুরু ‘বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসব’
পাশাপাশি ১০৬ টি জেলা পরিষদ গঠনের এই নির্বাচনে ৬২ টি আসনে জিতেছে কংগ্রেস। বিজেপি পেয়েছে ৩৫ টি আসন। অন্যদিকে ভালো ফল করেছে সিপিআইএম। তাদের আসন সংখ্যা ২টি। বিএসপি পেয়েছে একটি আসন।