এবার ছত্তিশগড়ে পুরসভা নির্বাচনেও ‘বিপর্যয়’ বিজেপির, সাফল্য ধরে রাখল হাত শিবির

0
1

আগামী বছর ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে গেরুয়া শিবিরের বেহাল অবস্থার ছবিটা ধরা পড়ছে রাজ্যে রাজ্যে। সম্প্রতি কলকাতা পুরসভা নির্বাচন(Kolkata municipal election), রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনের পর এবার ছত্তিশগড়েও(Chattisgarh) পদ্ম বাহিনীর বিপর্যয়ের ছবিটা ধরা পড়ল স্পষ্টভাবে। এই রাজ্যে ১৫ টি পুরসভার নির্বাচনে ৩৭০ টি আসনের মধ্যে কংগ্রেস(Congress) পেয়েছে ১৭৪ টি আসন। অন্যদিকে মাত্র ৮৯ টি আসন পেয়েছে বিজেপি(BJP)। জনতা কংগ্রেস ছত্তিশগড় পেয়েছে ৬টি আসন। পাশাপাশি ৩১ টি আসন পেয়েছে নির্দল প্রার্থীরা।

উল্লেখ্য, ২০২৩ সালে বিধানসভা নির্বাচন রয়েছে ছত্তিশগড়ে। তার আগে এই পৌর নির্বাচনে কংগ্রেসের সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি বলেন, “সেমিফাইনাল জিতেছি, ফাইনালেও জিতব। ২০২৩-এ রাজ্যে ক্ষমতায় ফিরবে কংগ্রেস।” প্রসঙ্গত, সম্প্রতি পুরসভা নির্বাচনে মাত্র তিনটি আসন পেয়ে তৃতীয় স্থানে জায়গা করেছে বিজেপি। এর পাশাপাশি সদ্য রাজস্থান পঞ্চায়েত নির্বাচনেও পদ্ম বাহিনীর বেহাল ছবিটা ধরা পড়েছে স্পষ্টভাবে। এবার ছত্রিশগড়ের ফলাফল কার্যত বুঝিয়ে দিল জাতীয় রাজনীতিতে গেরুয়া ম্যাজিক এবার শেষের পথে।