তারাতলা-বজবজগামী সম্প্রীতি উড়ালপুলে (Sampriti Flyover) ভয়াবহ দুর্ঘটনা। বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে দুটি বাইকের। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ শিশু-সহ তিন জনের। গুরুতর জখম আরও ১ জন। ইতিমধ্যে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আহত ব্যক্তিকে পাঠানো হয়েছে হাসপাতালে।
দুপুর ২ট নাগাদ সম্প্রীতি উড়ালপুলের (Sampriti Flyover) উপর দিয়ে দুটি মোটরবাইকে করে যাচ্ছিলেন চার জন। একটি বাইকে ছিলেন তিন জন, অন্যটিতে এক জন। এই সময়ে উল্টোদিক থেকে আসা একটি বাসে ধাক্কা লাগে ওই দুটি বাইকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। অন্য একজন গুরুতর জখম। আহত বাইক আরোহীকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতরা সবাই একবালপুরের বাসিন্দা।
আরও পড়ুন-Howrah-Bali: কাটল হাওড়া পুরভোট জট, সংশোধনী বিলে স্বাক্ষর রাজ্যপালের
জানা গিয়েছে, মৃত তিন জন একই পরিবারের সদস্য ছিলেন। মহম্মদ ফিরোজ তাঁর স্ত্রী নাগমা খাতুন ও তাঁদের সন্তান ফারদিনকে নিয়ে বিয়ে বাড়ি যাচ্ছিলেন। সেই সময়ই ঘটে দুর্ঘটনাটি। ঘটনাস্থলে গিয়েছে মহেশতলা থানার পুলিশ। তবে স্থানীয়রা জানিয়েছেন, এই উড়ালপুলে সাধারণত বাস ওঠে না। বাইক ওঠারও নিয়ম নেই। সেক্ষেত্রে দু’টি ক্ষেত্রে আইনও ভাঙা হয়েছে বলে দাবি।