আজ ৭ পৌষ। শান্তিনিকেতনের ছাতিমতলায় শুরু হল ঐতিহ্যবাহী পৌষ উৎসব। পৌষমেলা না হলেও বৃহস্পতিবার সকালে ছাতিমতলায় উপাসনার মাধ্যমে পৌষ উৎসবের সূচনা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তবে এ বছর পৌষমেলা না হওয়ার জন্য তিনি পরোক্ষে দায়ী করেন রাজ্য সরকারকে।উপাচার্যের মন্তব্যের পালটা দেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বলেন, “নিজের দায়ভায় রাজ্যের ঘাড়ে চাপাতে চাইছে। তাই অজুহাত দিচ্ছে।”
আরও পড়ুন:Mamata Banerjee: কাজ না করলে ব্যবস্থা নেবে দল, কোনও লবি করা যাবে না: কড়া বার্তা মমতার

বৃহস্পতিবার সকালে ছাতিমতলায় পৌষ উৎসবের সূচনা করে উপাচার্য বলেন,‘‘আমরা পৌষমেলা করার জন্য অক্টোবর মাস থেকেই উদ্যোগী হয়েছিলাম। অনুমতি নেওয়ার জন্য প্রথমে কেন্দ্রকে চিঠি পাঠায়। এর পর রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি পাঠায় আমরা। কিন্তু কোনও উত্তর মেলেনি। তাই আমরা পৌষমেলা করতে পারলাম না।” রাজ্য সরকারের প্রতি উপাচার্যের এই অভিযোগের কটাক্ষ করতে ছাড়েননি অনুব্রত। উপাচার্যকে রীতিমতো তোপ দেগে তিনি বলেন, ‘‘বিশ্বভারতীর উপাচার্য মিত্যা কথা বলছে। বোলপুর পুরসভা একাধিকবার বিশ্বভারতীরকে চিঠি দিয়েছে। কিন্তু তার কোনও উত্তর দেননি উপাচার্য।”


প্রসঙ্গত, শান্তিনিকেতনে পৌষমেলা না হলেও বোলপুরে ডাকবাংলো মাঠে বিকল্প মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে সেই মেলা। চলবে ১১ পৌষ পর্যন্ত।
 
 
 
 
 
 
 
 
 
 
 































































































































