২৬ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিন আফ্রিকা ( India- South Africa) টেস্ট সিরিজ। প্রোটিয়াদের ঘরের মাঠে এখনও সিরিজ জিতে ফিরতে পারেনি ভারতীয় দল। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে জয়ের ব্যাপারের আশাবাদী ভারতীয় ব্যাটার চেতেশ্বর পুজারা(cheteshwar pujara)। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে খেলার মতো ক্ষমতা রয়েছে টিম ইন্ডিয়ার।
এদিন বিসিসিআই টিভিতে পুজারা বলেন,” সফরকারী দল হিসেবে আপনি খেলতে গেলে যে গতি, বাউন্স, বলের নড়াচড়া থাকবে, এটা মেনে নিতেই হবে। ভারতের বাইরে যে কোনও দেশে জোরে বোলারদের খেলা অন্য রকম একটা চ্যালেঞ্জ। এই দল সেটা জানে এবং আমাদের ব্যাটিং লাইন-আপে অনেক ভারসাম্য রয়েছে। আশা করা যায় সেটা আমরা সামলাতে পারব। যে প্রস্তুতি হয়েছে, তাতে ভাল খেলার ব্যাপারে আমরা আশাবাদী।”
এরপাশাপাশি পুজারা বলেন,” দলে থাকা বেশিরভাগ ক্রিকেটারই আগে দক্ষিণ আফ্রিকায় খেলেছে। ফলে প্রস্তুতির দিক থেকে যাবতীয় অভিজ্ঞতা রয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার এটা ঘরের মাঠ, ওরা আরও ভাল চেনে। ওদের বোলিং লাইন-আপও অন্যতম সেরা।”