Omicron:রাজ্যেও ওমিক্রনের হানা, বিদেশ থেকে আগত ২ জনের শরীরে মিলল নয়া ভ্যারিয়েন্টের হদিশ

0
3

রাজ্যে ওমিক্রন আতঙ্ক! দু’জনের শরীরে পাওয়া গেল করোনার নয়া ভ্যারিয়েন্ট। কোভিড আক্রান্ত দুই ব্যক্তির জিন পরীক্ষার ফল ওমিক্রন পজিটিভ এসেছে। বুধবার এ কথা জানিয়েছেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। তিনি বলেন, ‘‘বুধবার তিন জনের জিন পরীক্ষার ফল এসেছে। এর মধ্যে দু’জন ওমিক্রনে আক্রান্ত। অন্য জন কোভিডের ডেল্টা রূপে আক্রান্ত।’’

আরও পড়ুন:Omicron: চোখরাঙাচ্ছে ওমিক্রন, জরুরি বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর

আক্রান্ত দুজনের মধ্যে একজন ১২ ডিসেম্বর নাইজেরিয়া থেকে কলকাতায় ফিরেছিলেন। অন্য জন ব্রিটেন থেকে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ব্রিটেন থেকে আগতের বয়স ২০ বছর। তিনি আলিপুরের বাসিন্দা। বর্তমানে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

প্রথমদিনের বয়স ৬৯। তিনি বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। বিমানবন্দরে অবতরণের পর। জানা গিয়েছে, শারীরিক ভাবে সুস্থ হওয়ায় নাইজেরিয়া থেকে আগত ব্যক্তিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। কিন্তু ওমিক্রন পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।