কলকাতা পুরসভার সঙ্গে তাঁর কয়েক দশকের সম্পর্ক। আবারও তাঁকে চেয়ারপার্সনের দায়িত্ব দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   এজন্য কৃতজ্ঞ মালা রায়।
পুর প্রশাসনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে দল। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাস হলে কলকাতা কর্পোরেশনের নতুন টিমে  মালা রায় রয়েছেন।
আরও পড়ুন- CMC : কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরদের শপথ শুক্রবার
নেত্রীর ঘোষণার পর আপ্লুত তিনি। বললেন, সাংসদ হওয়া সত্ত্বেও দলনেত্রী তাঁর ওপর আস্থা রাখায় তাঁর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। পাঁচ বছরে যা কাজ করেছেন আগামী দিনে কলকাতার জন্য আরও কাজ করতে চান।
তাঁর কথায়, দিদি যেভাবে দলে ও পুরপ্রশাসনে মহিলাদের প্রাধান্য দিয়ে কাজের দায়িত্ব দিয়েছেন তাতে আগামী দিনে মহিলারা আরও বেশি করে সামনের সারিতে উঠে আসবেন। নেত্রীর আনুষ্ঠানিক ঘোষণার পর শুভেচ্ছার বন্যায় ভেসে গেলেন মালা রায়।











































































































































