২০২২ সাল থেকে হতে চলেছে ১০ দলের আইপিএল ( IPL) । আর সূত্রের খবর আগামী বছর ফেব্রুয়ারির ৭ ও ৮ তারিখে বেঙ্গালুরুতে আয়োজিত হতে চলেছে আইপিএলের মেগা নিলাম। এমনটা জানাল বিসিসিআইয়ের এক কর্তা।

আইপিএলের এই মেগা নিলাম নিয়ে বিসিসিআইয়ের সেই কর্তা বলেন,” যদি করোনা পরিস্থিতি খারাপ না হয়, আমরা মেগা নিলাম ভারতে আয়োজন করব। দুই দিনের এই ইভেন্ট আয়োজিত হবে ৭ ও ৮ ফেব্রুয়ারি, এবং অন্যান্য বছরের মত, আমরা বেঙ্গালুরুতে তা আয়োজন করতে চাই। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।”

আইপিএলে দুই নয়া দল, লখনউ ও আহমেদাবাদের অন্তর্ভুক্তির জেরে আয়োজিত হবে এই মেগা নিলাম। ইতিমধ্যেই আট পুরোনো ফ্র্যাঞ্চাইজি নিজেদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। শুধু বিসিসিআইয়ের ছাড়পত্র মিললে দুই নতুন ফ্র্যাঞ্চাইজি নিজেদের খেলোয়াড়দের নাম প্রকাশ করবে।












































































































































