কলকাতা কর্পোরেশনের মেয়র হিসাবে দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে পথচলার সঙ্গী এবং এবারের পুরভোটে ফের একবার জয় হাসিল করা ফিরহাদ হাকিমের (Firhad Hakim ) উপরই ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর মেয়র হয়ে ফিরহাদ হাকিম বললেন, নেত্রীই আরও একবার তাঁর উপর আস্থা রেখেছেন তাঁর উপর, আর সেই বিশ্বাসের মর্যাদা দিতে তিনি জীবন দিতেও পিছপা হবেন না। তিনি আরও বলেন , দলনেত্রী যে পথ দেখিয়েছেন, যেভাবে কলকাতার উন্নয়নকে বাস্তবায়িত করাই হবে লক্ষ্য।
আরও পড়ুন- Mamata Banerjee:মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর চুরি যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত ১
বৃহস্পতিবার দুপুরে মহারাষ্ট্র নিবাস হলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে কলকাতা কর্পোরেশনের দলনেতা হিসেবে ঘোষণা করেন। এর পরেই গোটা হলে হাততালির ঝড় বয়ে যায়। সঙ্গে কর্পোরেশন পরিচালনার জন্য পুরো টিমের নামও বলে দেন। ফিরহাদ বললেন, নেত্রীর নির্দেশমতো ডেপুটি মেয়র অতীন ঘোষ, চেয়ারপার্সন মালা রায়ের সঙ্গে বৈঠকে বসবেন শপথ গ্রহণ অনুষ্ঠান কবে কীভাবে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, যত দ্রুত সম্ভব শপথ গ্রহণ অনুষ্ঠান সেরে ফেলতে হবে। সেই অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে। মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। নিজে রাস্তায় নেমে কাজ করেন। তাঁর চালু করা প্রতি শনিবারের ‘টক টু মেয়র’ কলকাতাবাসীকে আশ্বস্ত করেছে তাঁদের যে কোনও সমস্যা তাঁরা সরাসরি মেয়রকে জানাতে পারেন। এবং তৎক্ষণাৎ সমাধানও হয়।
সব মিলিয়ে আগামী পাঁচ বছর দলের ইস্তাহার অনুযায়ী দশদিগন্তের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করবে কলকাতা কর্পোরেশনের নতুন পুরবোর্ড— বলে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন, কলকাতার উন্নয়ন হবে দশদিগন্তে।