KMC: ফিরহাদই মেয়র, ডিপুটি অতীন, চেয়ারপার্সন মালা: ফের মিলিয়ে দিল বিশ্ববাংলা সংবাদ

0
1

ফের কলকাতা পুরসভার মেয়র হলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বৃহস্পতিবার, দুপুর দুটো নাগাদ মহারাষ্ট্র নিবাস হলে পুরভোটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে এই ঘোষণা করেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৈঠকে ছিলেন সুব্রত বক্সি-সহ কয়েকজন সাংসদ, বিধায়ক-সহ শীর্ষ স্থানীয় নেতৃত্ব। ডেপুটি মেয়র হলেন অতীন ঘোষ (Atin Ghosh)। মালা রায় (Mala Ray) হলেন চেয়ারপার্সন। ফের একবার ভবিষ্যতবাণী মিলিয়ে দিল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। বুধবারই, কলকাতা পুরসভার প্রধান দায়িত্বভার কাদের উপর থাকছে সে বিষয়ে আমরা প্রতিবেদনে জানাই। বলে হয়, মহিলাদের উপস্থিতি বেশি থাকবে। সেই মতো তৃণমূল নেত্রীও ঘোষণা করলেন, ১৬টি বোরোর মধ্যে ৯টিতেই চেয়ার পার্সেন হচ্ছেন মহিলারা।

এদিন, নাম ঘোষণার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা গণতান্ত্রিক দল। সুতরাং কারও কোনও নামে যদি আপত্তি থাকে তিনি সেটা জানাতে পারেন। শুধু মেয়র ও চেয়ারপার্সনের নাম ঘোষণা করেন নেত্রী। বাকি নাম ঘোষণা করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। মমতা বলেন, সবাই ভালোকাজ করেছেন। তবে, সবার আশা পূরণ করা তো সম্ভব নয়। পুরসভার কাজ করতে গেলে অনেক টেকনিকাল বিষয়ে জানতে হয়। সেই মতোই অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরই দায়িত্ব দেওয়া হয়েছে। ১৩৪জন দলীয় কাউন্সিলরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানান তৃণমূল সুপ্রিমো। বিরোধী কাউন্সিলরদেরও স্বাগত জানান। তবে, যে তিনজন জয়ী নির্দল প্রার্থী তৃণমূলে আসতে চেয়েছেন তাঁদের সম্পর্কে মমতা সাফ জানিয়ে দেন, নির্দলরা দলে আসুক চাই না।

অতীন ঘোষ-সহ যে ১৩ জন মেয়র পারিষদ হয়েছেন, তাঁরা হলেন দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, বাবু বক্সি, আমিরুদ্দিন ববি, মিতালি বন্দ্যোপাধ্য়ায়, সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্য়ায়, রাম পেয়ারে রাম, জীবন সাহা। একই সঙ্গে তৃণমূল নেত্রী বলেন, দলের কর্মীদের পরিশ্রমের ফলেই এই সাফল্য। তবে। এখানে সবাইকে ডাকা গেল না। পরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মসূচিতে সবাইকে আহ্বান জানাবেন।