Covid in Nadia: কল্যাণীতে একই স্কুলের ২৯ জন পড়ুয়া কোভিড পজিটিভ, আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা

0
1

এক নয় দুই নয়, একসঙ্গে করোনায় আক্রান্ত একই স্কুলের ২৯ জন পড়ুয়া। একসঙ্গে এতজন পড়ুয়া কোভিডে আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে স্কুলে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী জওহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ে। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন:Mamata Banerjee : মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র চুরি

স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে দুই দিন আগে ওই বিদ্যালয়ের দুই ছাত্রের মধ্যে জ্বর ও সর্দি-কাশির লক্ষণ দেখা যায়। ক্লাসে এলে স্কুল কর্তৃপক্ষ তরফে তাদের কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে করোনা টেস্ট করার জন্য পাঠানো হয়। নমুনা সংগ্রহ করার পর ওই দুই জনের মধ্যে করোনা পজিটিভ ধরা পড়ে।এর পরই স্কুলের তরফে স্বাস্থ্য দফতরকে বিষয়টি জানিয়ে স্কুল চত্বরেই আরটিপিসিআর ক্যাম্প বসানো হয়।সেখানে মোট ৩২৪ জন পড়ুয়ার করোনা পরীক্ষা হয়।

স্কুল সূত্রের খবর, করোনা আক্রান্ত ওই দুজন পড়ুয়ার সংস্পর্শে আরও অনেক স্কুলের শিক্ষক, সহপাঠী এবং শিক্ষাকর্মীরা এসেছিল, তাই প্রত্যেকের কোভিড পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতেই আরও ২৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। বাকিদের রিপোর্ট এলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই অবস্থায় কি স্কুল খোলা রাখা হবে কিনা সে প্রশ্নের উত্তরে স্কুলের প্রধান শিক্ষিকা জানান, “স্কুল খোলা রাখব আমরা। সংশ্লিষ্ট দফতরে এ বিষয়ে রিপোর্ট পাঠাব। জেলা প্রশাসনকেও রিপোর্ট দেব। তারা যা নির্দেশ দেবে, সেটাই পালন করব।”