২৬ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ( India-South Africa) টেস্ট সিরিজ। বক্সিং ডে-তে সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নামছে বিরাট কোহলির( Virat Kohli) দল। তবে তার আগে বিরাট বাহিনীকে সমীহ দক্ষিণ আফ্রিকার ( South Africa) টেস্ট অধিনায়ক ডিন এলগারের (Dean Elgar)। এদিন তিনি বলেন, ভারতীয় বোলিং আক্রমণ সবসময়ই চিন্তায় বিষয়।
এদিন সাংবাদিক সম্মেলনে এলগার বলেন,” ভারতীয় দলে যশপ্রীত বুমরাহ রয়েছেন। বিশ্বমানের বোলার ও। ও এমন এক বোলার যে দক্ষিণ আফ্রিকার পরিবেশ খুব ভাল কাজে লাগাতে পারবে। কিন্তু আমরা শুধু এক জনকে নিয়ে চিন্তা করছি না। ভারত দল হিসেবে খুব শক্তিশালী। গত তিন-চার বছর ধরে ভারতীয় দল দারুণ ক্রিকেট খেলেছে। বিশেষ করে বিদেশের মাটিতে। আর এর বেশিরভাগ কৃতিত্ব ওদের বোলিং আক্রমণের। বিদেশের মাটিতে ভারতের বোলাররা দুরন্ত বল করছে। তাই ওরা এত সাফল্য পাচ্ছে।”
দক্ষিণ আফ্রিকার মাটিতে গত ২৯ বছরে এখনও পযর্ন্ত টেস্ট সিরিজ জয়ের মুখ দেখেনি ভারতীয় দল। সেই খরা কাটাতে মরিয়া বিরাট বাহিনী।
২৬ ডিসেম্বর প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে বিরাট অ্যান্ড কোং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রয়েছে ভারতের পূর্ণাঙ্গ তিনটি টেস্ট এবং তিনটি একদিনের সিরিজ। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে ‘বক্সিং ডে’-তে শুরু সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট জোহানেসবার্গে এবং তৃতীয় টেস্ট কেপটাউনে আয়োজন করা হবে। টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।