Omicron: চোখরাঙাচ্ছে ওমিক্রন, জরুরি বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর

0
1

বছরের শেষে নয়া উদ্বেগ। প্রতিনিয়তই বেড়ে চলেছে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবারই ওমিক্রন (Omicron)নিয়ে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে।এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার আগেই স্বাস্থ্যকর্তা ও বিশেষজ্ঞদের নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জানা গেছে আগামিকালের এই বৈঠকে হাজির থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও।

আরও পড়ুন:Paliament: বিরোধীদের বিক্ষোভের জের! একদিন আগেই শেষ সংসদের শীতকালীন অধিবেশন

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের(Union Health Ministry) শেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে এ পর্যন্ত ২১৩ জনের শরীরে ওমিক্রন চিহ্নিত হয়েছে। দেশের মোট ওমিক্রন আক্রান্তের সিংহভাগই রয়েছে দিল্লিতে। বর্তমানে দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৭। করোনাভাইরাসের গতিপথ বিশ্লেষণ করে বিষেশজ্ঞরা ইতিমধ্যেই দাবি করেছেন, ফেব্রুয়ারিতেই পিকে উঠবে ওমিক্রন। দেশের বাড়বাড়ন্ত ওমিক্রনের সংক্রমণের রাশ টানতেই জরুরি বৈঠকে বসবেন মোদি।

সূত্রের খবর, আগামিকালের পর্যালোচনা বৈঠকে দেশে করোনা ও ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি, স্বাস্থ্য পরিকাঠামো, পর্যাপ্ত ওষুধ, অক্সিজেন ও ভেন্টিলেটর মজুত রয়েছে কিনা, তার বিস্তারিত খতিয়ান নিতে পারেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সংক্রমণ রোধে আগামিদিনে কী কী সতর্কতা অবলম্বন করা হতে পারে, সে বিষয়েও আলোচনা করা হবে। এই বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী, সচিব সহ বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তারা উপস্থিত থাকতে পারেন।