India Team: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রোঞ্জ পদক জয় ভারতীয় হকি দলের

0
2

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Champions Trophy) ব্রোঞ্জ পদক জয় ভারতীয় হকি ( India Hockey) দলের। বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে( Pakistan) ৪-৩ গোলে হারিয়ে তৃতীয় স্থান দখল করল ভারত।

এদিন ম‍্যাচের শুরুর থেকেই দাপট দেখায় ভারতীয় দল। শুরুতেই পর পর চারটি পেনাল্টি কর্নার হরমনপ্রীতরা। পরপর তিনটি পেনাল্টি কর্নার থেকে গোল করতে ব্যর্থ হন তারা। তবে চতুর্থ বাড়ে আসে সাফল্য। পেনাল্টি থেক গোল করে ভারতকে এগিয়ে দেন হরমনপ্রীত। শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় ভারত। ১১ মিনিটের মাথায় সমতায় ফেরে পাকিস্তান। ম‍্যাচের ৩৩ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন ভারতের অধিনায়ক মনপ্রীত সিংহ। সেই সময়ই পাকিস্তানকে এগিয়ে দেন আব্দুল রানা। ম‍্যাচের ৪৫ মিনিটে গোল শোধ করেন সুমিত।

ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন বরুণ কুমার। পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন বরুণ। এরপর আকাশদীপ সিং-এর গোলে ব্যবধান বাড়ায় টিম ইন্ডিয়া। ৫৭ মিনিটের মাথায় গোল করেন তিনি। এরপরই পাকিস্তানের হয়ে একটি গোল শোধ করেন নাদিম।

আরও পড়ুন:Sc EastBengal: হায়দরাবাদ ম‍্যাচে পেরোসেভিচের না থাকা নিয়ে চিন্তিত নন লাল-হলুদ কোচ, বললেন দল তৈরি