Coal Scam:কয়লা কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রর ফের জামিনের আবেদন খারিজ

0
3

কয়লাকাণ্ডে(Coal Scam) অভিযুক্ত অসুস্থ বিকাশ মিশ্রকে(Bikash Mishra) কল্যাণী অথবা দিল্লির এইমস হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক অবস্থা পরীক্ষার আবেদন নাকচ করল আদালত। বুধবার আসানসোলের বিশেষ আদালতে অসুস্থ বিকাশ মিশ্রকে পেশ করতে পারেননি সিবিআই(CBI) আধিকারিকরা। শেষমেশ বিকাশ মিশ্রকে ফের জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত।

আরও পড়ুন:প্রয়াত কোচবিহারের প্রাক্তন তৃণমূল সাংসদ প্রসেনজিৎ বর্মন

বিকাশ মিশ্রর আইনজীবী জানান,অসুস্থ থাকার দরুণ তাঁকে আদালতে হাজির করা যায়নি। কয়লা কাণ্ডের পরবর্তী শুনানি ৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। বর্তমানে কলকাতার এসএসকেএমে ভর্তি বিকাশ মিশ্র।

এদিন আদালতে সিবিআই আধিকারিকরা একাধিক হাসপাতাল থেকে বিকাশ মিশ্রর অসুস্থতার রিপোর্ট  পেশ করেন।  কলকাতার এসএসকেএম রিপোর্টে জানিয়েছে, বিকাশ লিভার সংক্রান্ত ও হেপাটাইটিস বি-এ ভুগছেন। আদালতের কাছে সিবিআই বিকাশ মিশ্রর শারীরিক অবস্থা জানতে কল্যাণী এইমস বা দিল্লির এইমসে পরীক্ষার আবেদন জানায়। কিন্তু আদালত ওই আবেদনে সাড়া না-দিয়ে বিকাশ মিশ্রকে ফের জেল হেফাজতের নির্দেশ দেয়। আজ মামলার শুনানি চলাকালীন বিকাশের শারীরিক অবস্থার যাবতীয় তথ্য আদালতে জানায় সিবিআই।ঠিক কী সমস্যার কারণে জেল থেকে তাঁকে ভরতি করা হয় হাসপাতালে? কেমন আছেন কয়লা পাচার কাণ্ডে ধৃত বিকাশ? তাঁর শারীরিক অবস্থা ঠিক কী? এহেন একাধিক প্রশ্নের উত্তর চেয়ে হাসপাতাল ও সংশোধনাগারে চিঠি পাঠিয়েছে সিবিআই।