Tim Southee: ‘আবার পুরোনো কোহলি দেখতে পাবো আমরা’, বিরাট প্রসঙ্গে বললন টিম সাউদি

0
1

টি-২০( T-20l ফর্মাটের অধিনায়কত্ব ছেড়েছেন, সরিয়ে দেওয়া হয়েছে একদিনের (ODI) অধিনায়কত্ব থেকে, এই মুহূর্তে শুধু টেস্ট (Test)  ফর্মাটের নেতৃত্বের ভার রয়েছে বিরাট কোহলির ( Virat Kohli) কাঁধে। কয়েকদিন ধরেই বেশ সংবাদ শিরোনামে বিরাট কোহলি। আর এবার লাল বলের অধিনায়ককে নিয়ে মুখ খুললেন নিউজিল্যান্ড (New Zealand) ক্রিকেটার টিম সাউদি (Tim Southee)। একটি অনুষ্ঠানে সাউদি বলেন, একজন ফ্যানের দৃষ্টিভঙ্গিতে বলতে পারি যে, এবার আমি দেখতে চাই যে বিরাট কোহলি কীভাবে ওর সব এনার্জি ব্যাটিং আর ফিল্ডিংয়ে দেয়।

এদিন এক অনুষ্ঠানে সাউদি বলেন,” আমি জানি না ভারতের বা আইপিএল দলের অধিনায়ক হওয়াটা কতটা চাপের। কিন্তু কোহলি দীর্ঘদিন ধরে সেটা করে এসেছে। একজন ফ্যানের দৃষ্টিভঙ্গিতে বলতে পারি যে, এবার আমি দেখতে চাই যে কোহলি কীভাবে ওর সব এনার্জি ব্যাটিং আর ফিল্ডিংয়ে দেয়। আমি জানি কোহলি যে মানের ক্রিকেটার ওর কাঁধের ওপর আজীবন একটা দায়িত্ব থাকবে, যতদিন ও খেলা চালিয়ে যাবে।”

সম্প্রতি ব‍্যাটে রান পাচ্ছেন না বিরাট। ক্রিকেট বিশ্বে প্রশ্ন উঠছে কোহলির ব‍্যাটিং নিয়ে। সেই নিয়ে সাউদি বলেন,” আমার মনে হয়, বিরাটকে আমরা প্রচুর রান করতে দেখেছি। একটা প্রত‍্যাশা বিরাটের থেকে তৈরি হয়ে গিয়েছে। সেটা যখন দেখতে পাই না, তখনই কথা হয়। বিরাটের বিরুদ্ধে বল করার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, আমি এখন ভাগ্যবান। আমাদের দলে কাইল জেমিসন আছে এখন। ওই বিরাটের খেয়াল রাখে। আমাকে খুব একটা বেশি বল করতে হয় না।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস