শুধু আসন সংখ্যা শুধু নয়, শতাংশের নিরিখেও ব্যাপক ভোট বাড়িয়েছে তৃণমূল (Tmc)। এবার কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত ভোট ৭২.১৬%। যেখানে ভোট শতাংশে শুধুমাত্র বামফ্রন্ট পৌঁছেছে দুই অঙ্কে, বাকিদের ভোট শতাংশ ডাবল ডিজিট ছোঁয়নি, সেখানে ভোট শতাংশ ব্যাপক ব্যবধান বাড়িয়েছে ঘাসফুল শিবির। বাকিদের সঙ্গে আকাশ-পাতাল ব্যবধান।


উল্টোদিকে ধস নেমেছে বিজেপি (Bjp) শিবিরে। 2015 যেখানে কলকাতা পুরভোটে তাদের ভোট শতাংশ ছিল 27, সেখানে সেটা এবার কমে দাঁড়িয়েছে ৯.১৯%-এ।

তৃণমূল- ৭২.১৬%
বাম- ১১%
কংগ্রেস- ৪.১৩%
বিজেপি- ৯.১৯%

কিছুটা ভালো অবস্থা বামেদের (Left)। ঘোষিত জোট না করলেও কংগ্রেসের (Congress) সঙ্গে কিছুটা আসন সমঝোতা করেছিল আলিমুদ্দিন। এর ফলে অনেক জায়গাতেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। তাদের ভোট শতাংশ ১১। ৬৫টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। ৪৮ আসনে বিজেপি রয়েছে দ্বিতীয় স্থানে। ১৬টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস (Congress)। ৫টি কেন্দ্রে নির্দল প্রার্থী রয়েছেন দ্বিতীয় স্থানে। যে কটি আসন শাসকদল হারিয়েছে, তার সব কটিতেই তারা দ্বিতীয় স্থানে।

আরও পড়ুন:KMC Election 2021:পুরভোটে জয়জয়কার নারী শক্তির, শাসক-বিরোধী উভয় পক্ষেই জয়ের হাসি মহিলা বিগ্রেডের

এখনও পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ১৪৪টি ওয়ার্ডে সবদলের ভোট শতাংশ:

• তৃণমূল: ৭২.১৬%
• বিজেপি: ৯.১৯%
• সিপিআইএম: ৯.৬৩%
• ফরওয়ার্ড ব্লক: ০.৪৪%
• সিপিআই: ১.০২%
• বিএসপি: ০.০৬%
• কংগ্রেস: ৪.১৩%
• এনসিপি: ০.০০%
• আরএসপি: ০.৭৮%
• জনতা দল: ০.০১%
• সিপিআইএম লিবারেশন: ০.০২%
• এসইউসিআই: ০.১৩%
•নির্দল: ২.৪৩%













































































































































