KMC Election Results 2021: রেকর্ড মার্জিনে পুরভোটে জয়ী তৃণমূলের সব হেভিওয়েট

0
1

প্রত্যাশামতোই ঐতিহ্যবাহী কলকাতা পুরসভা নির্বাচনে কার্যত রেকর্ড গড়ে ফের ক্ষমতা দখল করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ১৪৪ টি আসনের মধ্যে ১৩৪ টি ওয়ার্ডে সরাসরি জয় পেলেন তৃণমূল প্রার্থীরা। বিজেপি পেয়েছে মাত্র ৩টি আসন। বাম এবং কংগ্রেস, দুই দলের ঝুলিতে গেছে দুটি করে আসন। তিনটি ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থীরা। সূত্রের খবর, নির্দল তিন প্রার্থীর মধ্যে ইতিমধ্যেই দুজন তৃণমূলে যোগ দিতে আগ্রহী। তবে জয় নিশ্চিত জেনে তৃণমূলের যেসব হেভিওয়েট এবার ভোটের ময়দানে নেমেছিলেন, তাঁদের অধিকাংশের কাছেই লড়াইটা ছিল নিজের বিরুদ্ধেই। চ্যালেঞ্জটি ছিল গতবারের চেয়ে ভোটের ব্যবধান আরও বাড়ানোর। জিতলেন সব হেভিওয়েটরাই, তবে জিতলেন রেকর্ড ভোটের মার্জিনে।

এবারের পুরভোটে তৃণমূল টিকিট দিয়েছিল পাঁচজন বিধায়ক এবং একজন সাংসদকে। পুরসভার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, চেয়ারপার্সন মালা রায়-সহ অধিকাংশ হেভিওয়েটকেই টিকিট দিয়েছিল শাসকদল। সেখানে বাজিমাৎ করল সকলেই। ফিরহাদ হাকিম জিতেছেন প্রায় ১৫ হাজার ভোটে। অতীন ঘোষ (Atin Ghosh) জিতেছেন ১০ হাজার ৭৬৫ জন। মালা রায়ের ৮৮ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা কম। তাতেও তিনি জয়ী হয়েছেন বিরাট ব্যবধানে।

তৃণমূলের অন্যান্য হেভিওয়েটদের মধ্যে ১৩১ নং ওয়ার্ডে রত্না চট্টোপাধ্যায় ১০ হাজারের বেশি ভোটে, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার ৮৫ নং ওয়ার্ডে প্রায় ১০ হাজার ভোটে, বিদায়ী মেয়র পারিষদ তারক সিং ৮ হাজারের বেশি ভোটে, বিধায়ক দেবব্রত মজুমদার ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন। যে ওয়ার্ডের দিকে গোটা রাজ্যের নজর ছিল, সেই ৭৩ নং ওয়ার্ডেও বিরাট ব্যবধানে জিতেছেন মুখ্যমন্ত্রী ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অন্য হেভিওয়েটের মধ্যে আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায়, বিশ্বরূপ দেরা জয়ী হয়েছেন।

প্রসঙ্গত, শুধু আসন সংখ্যা শুধু নয়, শতাংশের নিরিখেও ব্যাপক ভোট বাড়িয়েছে তৃণমূল (Tmc)। এবার কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত ভোট ৭২.১৬%। যেখানে ভোট শতাংশে শুধুমাত্র বামফ্রন্ট পৌঁছেছে দুই অঙ্কে, বাকিদের ভোট শতাংশ ডাবল ডিজিট ছোঁয়নি, সেখানে ভোট শতাংশ ব্যাপক ব্যবধান বাড়িয়েছে ঘাসফুল শিবির। বাকিদের সঙ্গে আকাশ-পাতাল ব্যবধান। উল্টোদিকে ধস নেমেছে বিজেপি (Bjp) শিবিরে। ২০১৫ তে যেখানে কলকাতা পুরভোটে তাদের ভোট শতাংশ ছিল ২৭, সেখানে সেটা এবার কমে দাঁড়িয়েছে ৯.১৯%-এ।

আরও পড়ুন- Maradona: নিলামে বিক্রি হল না মারাদোনার জিনিস, বাড়ানো হল নিলামের দিন