সময়টা ভালো যাচ্ছে না এসসি ইস্টবেঙ্গলের( Sc EastBengal)। একেই চলতি আইএসএলে ( ISL) জয়ের দেখা নেই, তারওপর আন্তোনিও পেরোসেভিচকে (antonio perosevic) শোকজের নোটিস। সূত্রের খবর, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি মঙ্গলবার পেরোসেভিচের বিরুদ্ধে ‘রেফারির উপর হিংসাত্মক আচরণ’ এর ধারায় অভিযুক্ত করেছে। আর এই কারণে লাল-হলুদের বিদেশি তারকাকে শোকজের নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। নর্থইস্ট ম্যাচে রেফারির সঙ্গে বিতর্কে জড়ান পেরোসেভিচ।
জানা গিয়েছে, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে শোকজের জবাব দিতে হবে পেরোসেভিচকে। যদি শোকজের জবাবে সন্তুষ্ট না হয় ফেডারেশন, সেক্ষেত্রে ৩-৪ ম্যাচ নিষিদ্ধ থাকতে পারেন পেরোসেভিচ।
গত ১৭ ডিসেম্বর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে রেফারির গায়ে হাত তোলার অভিযোগ ওঠে পেরোসেভিচের বিরুদ্ধে। লাল কার্ড দেখানো হয় পেরোসেভিচকে। এবার সেটির জন্য কঠিন শাস্তি পেতে পারেন ক্রোয়েশীয় এই তারকা।
আরও পড়ুন:Tim Southee: ‘আবার পুরোনো কোহলি দেখতে পাবো আমরা’, বিরাট প্রসঙ্গে বললন টিম সাউদি














































































































































