অবশেষে জয়ে ফিরল এটিকে মোহনবাগান( Atk Mohunbagan) । কোচ বদল হতেই ভাগ্য বদল হল বাগান ব্রিগেডের। নতুন কোচের হাত ধরে মঙ্গলবার নর্থইস্ট ইউনাইটেডকে ( NorthEast United) ৩-২ গোলে হারাল প্রীতম কোটাল( Pritam Kotal) , রয় কৃষ্ণারা( Roy Krishna)। বাগানের হয়ে জোড়া গোল হুগো বৌমোসের। একটি গোল লিস্টোন কোলাসো।
ম্যাচে এদিন শুরুতেই এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড। গোল করে নর্থইস্টকে এগিয়ে দেন শুহের ভাডাকেপেডিকা। এরপর আক্রমণের ঝাঁঝ বাড়ায় বাগান ব্রিগেড। যার ফলে ম্যাচের প্রথমার্ধের শেষ লগ্নে গোল করে বাগান ব্রিগেডের হয়ে সমতা ফেরান লিস্টোন কোলাসো।
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের দাপট বজায় রাখে বাগান ব্রিগেড। যার ফলে ম্যাচের ৫৩ মিনিটে মোহনবাগানকে ২-১ গোলে এগিয়ে দেন হুগো বৌমোস। ম্যাচের ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন বৌমোস। ম্যাচের ৮৭ মিনিটে নর্থইস্টের হয়ে ২-৩ করেন মাশুর শারিফ।
আরও পড়ুন:Maradona: নিলামে বিক্রি হল না মারাদোনার জিনিস, বাড়ানো হল নিলামের দিন