Sachin Tendulkar: শ্রীকান্ত, লক্ষ‍্যকে টুইট করে শুভেচ্ছা সচিন তেন্ডুলকরের

0
2

বিশ্ব মিটের ফাইনালে (BWF World Championships) উঠেও সোনা হাত ছাড়া হয়েছে কিদাম্বি শ্রীকান্তের (Kidambi Srikanth)। সোনা খুইয়েও ইতিহাস লিখেছেন শ্রীকান্ত। প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে বছর আঠাশের গুন্টুরের বাসিন্দা এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। আর শ্রীকান্তের এই অনন্য কৃতিত্বের জন‍্য শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর( Sachin Tendulkar)। শুধু শ্রীকান্ত নয়, কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শুভেচ্ছা জানিয়েছেন লক্ষ্য সেনকেও (Lakshya Sen)।

এদিন টুইটারে সচিন লেখেন,” হুয়েলভায় বিশ্ব মিটের ফাইনালে কিদাম্বি শ্রীকান্তের রুপো ও লক্ষ্য সেনের ব্রোঞ্জ জয়ের জন্য আমি গর্বিত। দু’জনকেই জানাই শুভেচ্ছা। আগামীর জন্য শুভকামনা রইল। পোডিয়ামে দু’জন ভারতীয়কে  শাটলারকে দেখাটা দারুণ ব্যাপার।”

রবিবার ফাইনালে লোহ কিয়ান ইয়ুর( Loh Kean Yew) কাছে হেরে যান কিদাম্বি শ্রীকান্ত। যার ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল শ্রীকান্তকে। ম‍্যাচের ফলাফল ১৫-২১, ২০-২২।

আরও পড়ুন:Rishabh Pant: নয়া পালক পন্থের মুকুটে, উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন তিনি