Atk Mohunbagan: জল্পনার অবসান, বাগানের নতুন কোচ হলেন জুয়ান ফেরান্ডো

0
3

জল্পনার অবসান। এটিকে মোহনবাগানের ( ATK Mohunbagan)  নতুন কোচ হলেন জুয়ান ফেরান্ডো(Juan Ferrando)। সোমবার এটিকে মোহনবাগানের তরফ থেকে এমনটাই ঘোষণা করা হল। গত শনিবার বাগানের কোচের পদ থেকে সরে দাঁড়ান হাবাস। আর সোমবারই প্রীতম কোটালদের নতুন হেডস‍্যারের নাম ঘোষণা করে বাগান ম‍্যানেজমেন্ট।

এদিন নতুন দায়িত্ব নেওয়ার পর জুয়ান বলেন,”আমি প্রথম দিন থেকেই দলের জন্য একশো দশ শতাংশ দেব, যাতে সবুজ-মেরুন সমর্থকেরা দলের সেরা খেলাটা উপভোগ করতে পারে। আমি দলের সেরা খেলাটা বের করে আনার জন্য যথাসাধ্য সাহায্য করব। এবং আমার বিশ্বাস আমরা খুব শিগগিরি আমাদের দলের জয়ে একসঙ্গে গলা মেলাব।”

গত শনিবারই এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে সরে দাঁড়ান হাবাস। পরপর চার ম‍্যাচে জয় না পাওয়ায় পদত্যাগ করেন তিনি। তারপরই বাগানের পরবর্তী কোচ হিসাবে নাম উঠে আসে জুয়ানের। আর সোমবারই তাতে শীলমোহর পড়ল।

আরও পড়ুন:Rafael Nadal: করোনায় আক্রান্ত রাফায়েল নাদাল, টুইট করে জানালেন নিজেই