পানামা কাণ্ডে ঐশ্বর্য রাই বচ্চনকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার বেলার দিকে দিল্লির লোকনায়ক ভবনে ইডি-র (ED) ইডি-র দফতরে হাজির হন বলিউড অভিনেতা ঐশ্বর্য রাই বচ্চন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিদেশে সম্পদ রাখার জন্যই ঐশ্বর্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
আরও পড়ুন:Panama Papers Case:বিপাকে বচ্চন পরিবার!পানামা কেলেঙ্কারি মামলায় ঐশ্বর্যকে তলব ইডি-র

সূত্রের খবর, ঐশ্বর্য রাইকে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা আইনে ডেকে পাঠানো হয়েছে। এর আগেও দু’বার তাঁকে তলব করা হয়েছিল। তখন সময় চেয়ে নিয়েছিলেন তিনি। তবে এ বার আর জিজ্ঞাসাবাদের পালা এড়াতে পারলেন না প্রাক্তন বিশ্বসুন্দরী। জানা গেছে, বিদেশে গচ্ছিত সম্পত্তি রাখা নিয়ে ঐশ্বর্যকে প্রশ্ন করতে পারে ইডি। ২০০৫ সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানিকে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রসঙ্গত, পানামা পেপারস মামলায় ভারতের প্রায় ৫০০ জন ভারতীয়র নাম জড়িয়েছে। তাঁদের মধ্যে অভিনেতা, ক্রীড়াবিদ, ব্যবসায়ী সমস্ত বিশিষ্টজনের নাম রয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই কর ফাঁকির অভিযোগ রয়েছে।অভিযুক্তদের তালিকায় সবার উপরে নাম রয়েছে অমিতাভ বচ্চনের।ওই তালিকায় রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চনও। বেশ কিছুদিন ধরেই ইডি এবং আয়কর বিভাগ পানামা পেপার কাণ্ডের তদন্ত করছে। দেশের পাশাপাশি বিদেশেও পাঠানো হয়েছে তদন্তকারী দল।
 
 
 
 
 
 
 
 
 
 
 































































































































