তাঁর প্রথম সফরেই আক্রমণ করেছিল বিজেপি। কিন্তু দমে যাওয়ার পাত্র তিনি নন। প্রথম দিনই বলেছিলেন, “ধমকে-চমকে আমাকে আটকানো যাবে না। তৃণমূলকে যত মারবে, তৃণমূল (Tmc) তত বাড়বে”। এবং বলেছিলেন, “আমি বারবার ত্রিপুরায় আসব।” সে কথা রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। পুরভোটের প্রচারে গিয়েছিলেন সেখানে। তাঁর ব়্যালি-সভা আটকানোর চেষ্টা করেছিল বিপ্লব দেব (Biplab Dev) সরকার। কিন্তু তাও আদালতের নির্দেশে শেষপর্যন্ত সভা করেন অভিষেক। ফের আগামী বছর প্রথম সপ্তাহেই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক।
সূত্রের খবর, 2 অথবা 3 জানুয়ারি ত্রিপুরা (Tripura) যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিপ্লব দেবের পুলিশ সমানে আক্রমণ চালিয়ে যাচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের উপর। আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহস দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ইয়ং ব্রিগেড ত্রিপুরার পুর নির্বাচনের আগে বিজেপির চোখ রাঙানি উপেক্ষা করে দলকে মজবুত করেছে। ত্রিপুরায় শূন্য থেকে প্রধানবিরোধী পেজ জায়গা করে নিয়েছে তৃণমূল এখন নতুন বছরের শুরুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে ত্রিপুরার নেতাকর্মীরা।
 
 
 
 
 
 
 
 
 
 
 






























































































































