ফের একবার ভারতের মাটিতে মাদক পাচারের ছক বানচাল হল পাকিস্তানের(Pakistan)। এদিন গুজরাট উপকূলে ৪০০ কোটি টাকার হেরোইন সহ ধরা পড়লো এক পাকিস্তানী নৌকা। নৌকায় উপস্থিত ছিল ৬ পাক নাগরিক। সোমবার এই তথ্য প্রকাশ এনেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রক(defence ministry)।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, উপকূল রক্ষী বাহিনী এবং গুজরাট পুলিশের দুর্নীতি দমন শাখার যৌথ অভিযানে আল হুসেইনি নামের এক পাক নৌকো আটক হয়েছে গুজরাট উপকূল থেকে। এই নৌকো থেকে উদ্ধার হয়েছে ৭৭ কেজি হেরোইন। যার বাজারমূল্য প্রায় ৪০০ কোটি টাকা। কী উদ্দেশ্যে এই মাদক বাহি নৌকো ভারত উপকূলে আনা হয়েছিল তা জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন:Sovon Chatterjee: পুরনির্বাচনে মুখ লোকালেন শোভন, জনরোষের আতঙ্কে দিলেন না ভোট
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে আধুনিক গোষ্ঠীর বন্দর থেকে একটি জাহাজ বোঝাই প্রায় ৩ হাজার কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছিল। যার বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা। সেই ঘটনায় গ্রেফতার হয়েছিল দুজন। পরে জানা যায় আফগানিস্তান থেকে ‘পাউডার’ আমদানির নাম করে মাদক চোরাচালানে যুক্ত ছিলেন তাঁরা।














































































































































