বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে (BWF World Badminton Championship) উঠেও শেষ রক্ষা হল না কিদাম্বি শ্রীকান্তের( Kidambi Srikanth)। ফাইনালে লোহ কিয়ান ইয়ুর( Loh Kean Yew) কাছে হেরে গেলেন তিনি। যার ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল শ্রীকান্তকে। ম্যাচের ফলাফল ১৫-২১, ২০-২২। তবে চ্যাম্পিয়ন না হলেও প্রথম ভারতীয় পুরুষ খেলোয়াড় হিসাবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে অনন্য নজির গড়লেন শ্রীকান্ত।
ম্যাচের শুরুটা ভালই করেন শ্রীকান্ত। এক সময় ৯-৩ গেমে এগিয়ে ছিলেন। প্রথম গেমের বিরতিতে এগিয়ে ছিলেন ১১-৭ পয়েন্ট। তবে সেখান থেকে দুরন্ত প্রত্যাবর্তন করেন লোহ। টানা আটটি পয়েন্ট জেতেন তিনি। যার ফলে ১৫-২১ শেষ হয় প্রথম গেম। তবে দ্বিতীয় গেমেও প্রতিপক্ষকে বিভ্রান্ত করে মাঝেমাঝেই এগিয়ে যাচ্ছিলেন শ্রীকান্ত। তবে শেষ রক্ষা করতে পারেননি তিনি। যার ফলে ২০-২২ গেমে হেরে যান শ্রীকান্ত।
আরও পড়ুন:ফের বর্ণবিদ্বেষের অভিযোগ উঠল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে














































































































































